তানপুরাটা সুর খুঁজে
প্রকাশিতঃ ৪:৩৬ অপরাহ্ণ | মে ২৩, ২০১৮

তৌহিদুর রহমান রাসেল:
তানপুরাটা সুর খুঁজে,
দেহের সাথে মনের সক্ষতায়।
তবু হাত ফঁসকে পরে যায় প্রাণ- চেনা মুখ,
ব্যস্ততা, প্রাণের শহর তার মাঝে ও কিছু অনুভূতি অজ্ঞাত নামায়।
বস্তা পঁচা কবিতার উপমায়- সৃজনশীলতা সেজে উঠেনা বাস্তবতায় -বাস্তব সাজেনা দূর্গন্ধ শুধু নর্দমায় জন্মে না।
এ গলি,
ঐ গলি কতশত মোড় বাঁকে পথের প্রান্ত মিলেনা।
হাসি মুখ,
জন্মের শহুরে,
খামখেয়ালির বাঁকে,
সব ভিড় উৎড়িয়ে,
আমার রাস্তাতেও থেকে যায় কিছু স্মান অজ্ঞাত নামায়।
লেখক: ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবী