|

“বাকী জীবন টুকু অাল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে নিজেকে দূরে রেখে মরতে চাই”

প্রকাশিতঃ ২:৪৭ পূর্বাহ্ণ | মে ২৪, ২০১৮

রাসেল তালুকদার:

কাচিনা ইউনিয়ন অাওয়ালীগ, যুবলীগ,,, ছাএলীগ ও সকল অঙ্গ সংগঠন সহ সর্ব স্থরের মানুষের সাথে অাজ কয়েকটি বছর মিলে মিশে সমন্নয় করে কাজ যাচ্ছি প্রিয় নেতার নির্দেশে ,কখনো কারো সাথে খারাপ অাচারন করিনি কারো থেকে জোর জুলুম করে অর্থ অাদায় করিনি কারো জমি দখল করিনি কখনো কারো মাথায় অাঘাত করিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কথা বলি দলকে এবং দলের মানুষে এক রাখার চেষ্টা করে যাচ্ছি যাতে দল শক্তিশালী থাকে মিছিল মিটিং প্রগ্রামে সকলকে রাখার চেষ্টা করছি নেতার ভোটের ক্ষতি হোক কখনো সেই কাজ করিনি। অামি বঙ্গ বন্ধুর অাদর্শকে প্রিয় নেত্রীর সৎ সাহসকে এবং প্রিয় নেতার সততাকে অনুস্মরণ করে চলি, অামি বাকী জীবন টুকু সৎ পথে থেকে অাল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে নিজেকে দূরে রেখে মরতে চাই।

লেখক: সাধারন সম্পাদক, কাচিনা ইউনিয়ন যুবলীগ। (লেখকের ফেইসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email