|

ওরা কারা

প্রকাশিতঃ ১:১৪ অপরাহ্ণ | মে ২৪, ২০১৮

সুজাউদ্দৌল্লা:

ওরা রাক্ষস ওরা ভক্ষক ওরা জংলি হুনুমাণ,

২৪বছর বাংলা মাকে ওরা করেছে শোষান।

ওরা দানবের মত এসে এই বাংলায় দিল হানা,

বীরের জাতী বাঙ্গালী ওদের আগে ছিলনা জানা।

ওরা বর্বর ওরা ভয়ানক ওরা হিংস্র হায়না,

শকুনের মত দৃষ্টি ওদের তা মুখে বলা যায়না।

কত মায়ের কোল করেছে খালি বোনের ইজ্জৎ নিয়েছ কেরে,

কত পরিবার ঘর ছেরেছে আগুনে জ্বালায়ে পুড়ে।

এই বাংলা জ্বালিয়ে পুড়িয়ে ওরা করেছিল একাকার,

ওরা রক্ত পিপাসু নরকের কিট ওরা পাক হানাদার।

 

লেখক: কবি ও পুলিশ সদস্য ভালুকা মডেল থানা। 

Print Friendly, PDF & Email