” ইতিহাস আপনাকে ডাকছে “
প্রকাশিতঃ ৩:০৪ অপরাহ্ণ | মে ২৬, ২০১৮

মীর আহসান হাবীব বাপ্পী:
আমরা অনেকেই স্বপ্ন দেখি হয়তো কিন্তু সে অনুযায়ী কি কঠোর পরিশ্রম করি? অনেক সময় আমরা কোনো কাজে একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেই, বলে ফেলি আমাকে দিয়ে এ কাজ হবেনা। নিজেকে নিজের মাঝেই নিজের অজান্তেই মেরে ফেলি। এই পৃথিবীর অনেক মহামনীষীরা জীবনে বারবার ব্যর্থ হয়েছেন তারপরও তারা হাল ছাড়েননি। দুঃখ কষ্ট স্বীকার করে বড় হয়েছেন, দেশ ও মানুষের জন্য তারা অবদান রেখে গেছেন। ম্যাক্সিম গোর্কি রুশ সাহিত্যের এক অমর নাম। তিনি জীবনের সাথে যুদ্ধ করেছেন, জীবন থেকে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। কিশোর বয়সে তিনি দোকানে, জাহাজে থালা বাসন ধোয়ার কাজ করতেন। একটু ত্রুটি হলেই মালিক পক্ষ তাকে শারীরিকভাবে প্রহার করতো। এসব অত্যাচারে তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন কিন্তু ইতিহাস অলক্ষ্যে তাকে হাতছানি দিয়েছিলো বলেই হয়তো শেষ পর্যন্ত করেননি। তিনি নিজের চোখে দেখেছেন রাশিয়ার শিশু শ্রমিকদের অবর্ণনীয় দুঃখ যা তাকে “মা” নামক বিশ্বক্লাসিক সাহিত্য গ্রন্থটি লিখতে অনুপ্রাণিত করেছিল। আর উত্তরকালে তিনি হয়েছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক। আব্রাহাম লিংকন এর কথা আমরা কে না জানি! একটি দরিদ্র পরিবারে জন্ম তাঁর, তিনি জীবনে বারবার পরাজিত হয়েছেন। আর প্রতিটা পরাজয় থেকে তিনি শিক্ষা নিয়ে সামনে এগিয়ে গেছেন। অবশেষে তিনি কঠোর পরিশ্রমের ফলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার একজন সফল প্রেসিডেন্ট হয়েছিলেন। বিখ্যাত লেখক ডেল কার্নেগী তাঁর একটি বইয়ে লিখেছেন, লিংকন যদি কোনো ধনকুবের পরিবারে জন্মগ্রহণ করতো তবে সে হার্ভার্ড থেকে উচ্চ শিক্ষা নিয়ে বড়জোর একটি ভালো চাকরি করতে পারতেন কিন্তু আমেরিকার প্রসিডেন্ট হতে পারতেন না। দারিদ্র, দুঃখ কষ্ট তাঁকে বড় হতে শিখিয়েছে। যারা দরিদ্র ঘরে জন্মগ্রহণ করাটা অভিশাপ মনে করেন এটা তাদের জন্য একটা উজ্জল উদাহরণ। বিদ্রোহী কবি নজরুল লিখেছেন, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। সত্যি দারিদ্র তাকে মহান করেছে। তিনি দারিদ্রের সাথে যুদ্ধ করেছেন,কাজ করেছেন রেলে, রুটির দোকানে কিন্তু কলমটা কখনও ছেড়ে দেননি, হয়ে উঠেছেন জাতীয় কবি। হ্যারিপটার শিশুতোষ সিরিজটি পড়েছেন কখনও? এটি বিশ্বে বহুল পঠিত এবং বিক্রিত সিরিজ। এ সিরিজের স্রষ্টাও জীবনে বারবার ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। সত্যি বলছি, দুঃখ কষ্ট, পরিশ্রম, সফলতা এগুলো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। নো পেইন নো গেইন। ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের কথা আমরা কে না জানি! একটি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেও নিজ যোগ্যতা কঠোর পরিশ্রম সাধনায় তিনি হয়ে উঠেছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং ভারতের মতো এতো বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপতি। তিনি যদি থেমে যেতেন স্বপ্ন না দেখতেন তাহলে কি সফল হতে পারতেন? এ পি জে বলেছেন, জীবনটাই একটা যুদ্ধ, সমস্যা আছে বলেইতো সফলতার এতো স্বাদ। যারা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে, ধৈর্য্য ধরে আঁকড়ে থাকে তারাইতো সফল হয়। কবি কৃঞ্চচন্দ্র মজুমদার বলেছেন, কেনো পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ উদ্যম বিহনে পুরে কি মনোরথ। আমাদের বঙ্গবন্ধুর কথা যদি বলি, রাজনৈতিক দৃষ্টিকোন থেকে হয়তো এখন তিনি অনেকের কাছে দুটি ভাগে বিভক্ত, কিন্তু না সকল কিছুর উর্দ্ধে তিনি, তিনি দেশ জাতি সবার। তিনি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও নিজ গুন, কর্ম দক্ষতা, বিচক্ষণতা, কঠোর পরিশ্রমে হয়ে উঠেছিলেন বিশ্বনেতা, বাঙ্গালী জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা। এই স্বাধীনতা আনতে তাকেও কি পরিমান সহ্য করতে হয়েছিলো সীমাহীন কষ্ট নির্যাতন ও নিপীড়ন সেটা পুরো বাঙ্গালী জাতি জানে। তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন কঠোর পরিশ্রম করেছিলেন বলেই সফল হয়েছেন। এতো কথা বলার অর্থ হলো জীবনে কখনও থেমে যেতে নেই। আমাদের বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক জুবায়ের আল মাহামুদ মাঝে মাঝেই বলেন, জীবন মানেই হচ্ছে হাঁটা, সফলতার জন্য আপনাকে হাঁটতে হবে প্রয়োজনে জীবনের পিছনে দৌড়াতে হবে। সত্যিই যেনো তাই..জন্ম আপনার কোথায় হলো, ধনী বা দরিদ্র সেটা বড় কথা নয় আপনার স্বপ্ন, সাধনা পরিশ্রমই আপনাকে এগিয়ে নেবে। আপনি একটু ভাবলেই দেখবেন এই পৃথিবীতে যারা বড় হয়েছেন তাদের সিংহভাগই দরিদ্র ঘর থেকে এসেছেন। পৃথিবীর সব সফল মানুষেরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। আমি দৃঢ় কন্ঠে বলতে পারি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা বেশিরভাগ মানুষেরাই খুব বেশিদূর এগুতে পারেনা। আমাদের দেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ, ক্রিকেটার মোঃ রফিক, মিরাজ, গলফার সিদ্দিক এরা সবাই দরিদ্র ঘর থেকেই উঠে এসেছেন। এরকম আরো অনেক নজির আছে যারা দরিদ্র ঘরে জন্মগ্রহণ করে শুধুমাত্র স্বপ্ন পরিশ্রমের মাধ্যমেই জীবনে সফল হয়েছেন। যারা দুঃখ কষ্ট বুকে ধারণ করে তা প্রতিরোধে এক দুর্দমনীয় শক্তি নিজের ভীতর সঞ্চয় করতে পারেন, ইতিহাস সাক্ষী তারাই মহামানব তারাই সৃষ্টি করেন ইতিহাস। জন্ম কোথায় হলো তা ভুলে যান, স্বপ্ন দেখুন কঠোর পরিশ্রম করুন, ইতিহাস আপনাকে ডাকছে…….
লেখক : মিডিয়া ব্যক্তিত্ব