|

দেখা মিলল সাদা কাকের!

প্রকাশিতঃ ২:৪৪ পূর্বাহ্ণ | মে ৩১, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: কাকের সঙ্গে কালো রংটাই যেন মানানসই। কারণ কালো কাকই এখন পর্যন্ত দেখে এসেছে মানুষ। তবে এবার দেখা মিলল ধবধবে সাদা একটি কাকের। কাকটির পা এবং ঠোঁট গোলাপি রঙের। বিরল এই কাকটি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের বেলদার নন্দ মার্কেটে।

Print Friendly, PDF & Email