মন ভাবো নিরবে
প্রকাশিতঃ ২:১৬ পূর্বাহ্ণ | জুন ০৫, ২০১৮
প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:
মাটির দেহ মাটির শরিল পরে থাকবে নিশিদিন,
মনকে বলি আজ করে নাও সকল কাজ।
ওপারের জন্য ভাব তুমি,
একটু সময় করনা দেরি।
যার জন্য করছো তুমি,
সবি সে নেবে তোমার কাড়ি।
কেয়ামতের দিন কঠিন সময়,
তুমি জ্বালাময় হবে সবসময়।
ভাব মন কি কর সারাক্ষণ,
অন্যের রোজি রোজগার করেছ দংশন।
অবিরাম ভাব পাপের কথা,
এসো তালাস করি,
তবে আল্লাহ কে কাছে পেতে পারি।
তাই শেষ বার বলি,
ভাব মন যেতে হবে সে পারের বাড়ি।
লেখক: প্রকাশক, ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।