|

ফুটবল বিশ্বকাপ বাংলাদেশকে এক সুতোয় গেঁথেছে

প্রকাশিতঃ ৯:৫৬ পূর্বাহ্ণ | জুন ২৭, ২০১৮

মো. আসাদুজ্জামান সুমন:

একটা খেলা কিভাবে সবাইকে নাচাতে পারে, উত্তেজনার জোয়ারে ভাসাতে পারে গোটা দেশকে, বিশ্বকাপ ফুটবলের আসর না বসলে সত্যিই তা উপলব্ধি করা খুবই কঠিন। বিশ্বকাপ খেলার আনন্দের মত সকল বিভেদ ভুলে সমগ্র বিশ্ব যদি মানবিকতা প্রতিষ্ঠায় এক সুরে বেজে উঠতো কতই না ভালো হতো।

সারা বাংলাদেশে চলছে ফুটবল উত্তেজনা। ৫৬ হাজার বর্গমাইলের দেশটির ১৬ কোটি জনতার রক্তে মিশে আছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, পর্তুগালের সমর্থন নিয়ে যে উন্মাদনা। সবার মনে প্রশ্ন আজ কে হবে চ্যাম্পিয়ন।

আমার ধারনা মূলত বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যা চলছে তা হলো আবেগের বহিঃপ্রকাশ। ফেসবুকের ছোট একটা লিখাতে প্রতিপক্ষের কটাক্ষ মন্তব্যেও কেউ অসুন্তুষ্ট হচ্ছেনা। উল্টো খুড়া যুক্তি দিয়ে জিত নেওয়া চেষ্টা করছে। রাশিয়ায় খেলায় হার জিতে বাংলাদেশ হাসছে- কাঁদছে। এই খেলা বাদে আর কখনও কোন বিষয়ে আমরা এতটা সহনশীল হইনি। কেউ কেউ সময় ব্যায় করে অন্যকে আনন্দ দিচ্ছে, নিজে আনন্দ নিচ্ছে। বেশ উপভোগ্য।

ফুটবল খেলার প্রতি বাংলাদেশের মানুষের যে আগ্রহের অভাব নেই তারই দৃষ্টান্ত গ্রাম-গঞ্জ ও শহরের দিকে তাকালে তা স্পষ্ট হবে। বিশ্বকাপে যদিও আমরা অংশগ্রহণ করতে পারিনি তবু খেলার প্রতি তো আমাদের আগ্রহের অভাব নেই। হয়তো একদিন আমরাও বিশ্বকাপে অংশ নিতে পারবো। এ বিশ্বাস আমাদের প্রবল।

অধিক আগ্রহ আর উন্মাদনা থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। রাশিয়া ফুটবল বিশ্বকাপ  বাংলাদেশকে এক সুতোয় গেঁথে ফেলেছে। বিশ্বের শতকোটি জনগণের আগ্রহান্বিত দৃষ্টি এখন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে। বিশ্ব এখন ফুটবল জ্বরে কাঁপছে। বাংলাদেশের সকল জনপদে সাজ সাজ রব পড়েছে বিশ্বকাপকে ঘিরে। শতকোটি মানুষ আলোচনা-সমালোচনায় ডুবে রয়েছে। অন্ধকারে হাতড়ে খুঁজবে কোন দেশটি কোন পর্যায়ে পৌঁছবে এর অনুমানভিত্তিক হিসেব-নিকেশের মধ্যদিয়ে। সবকিছু উলোট-পালট করে শেষ হাসিটা কে হাসবে, সেটা অধরা থাকবে শেষ বাঁশিটা বেজে উঠার আগমুহূর্ত পর্যন্ত। শুভকামনা সকল ফুটবল ভক্তদের প্রতি।

লেখক: সম্পাদক, ভালুকার খবর।

Print Friendly, PDF & Email