এই মনে তুমি
প্রকাশিতঃ ২:১৫ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০১৮

আবুল কালাম আযাদ:
বুকটা চিরয়িা দখোনা বন্ধু,
লেখা তুমার নাম।
কোন দিন তা মুছে যাবে না,
কোন জলে তা ধুয়ে যাবে না,
চরিতরে লেিখ রাখলাম।
এই বুকে লেখা তোমার নাম।
দখোনা তাকেিয় আমার দু-চুখে,
তুমার ছবি আঁকা।
আমাকে ছেড়ে যতই দূরে,
থকনা তুমি যত আঁধারে,
কোন ছায়াতে পরবেনা ঢাকা।
এই দু-চুখে তোমার ছবি আঁকা।
বুকরে ভতির আছে যে মন,
সেই মনে আছ তুমি।
আমাকে ছেড়ে যাও যদি দূরে,
তবুও থাকবে এই হৃদয় জুড়ে,
তুমাকে ছাড়া বাঁচবনা আমি,
এই মনে আছ তুমি।