|

বাংলার কৃষক

প্রকাশিতঃ ২:৪৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৯, ২০১৮

বাংলার কৃষক
আ.ফ.ম.আফজাল হাসান

রক্তে আর ঘামে ভেজা
কৃষকের হৃদয় খানি
কত কষ্ট চাষার বুকে
আমরা কি তা জানি?

ভোর,দুপুর,সন্ধ্যায়
রোদ,ঝড়,বৃষ্টিতে
চাষা মোর খেটে যায়
জমিজমা সৃষ্টিতে!

ধান,সবজী,কলাই
আখ,গম,পাট
কৃষকের ঘাম,শ্রমে
ভরে যায় মাঠ!

কাজের ফাঁকে ফাঁকে
একখান বিড়ি
রোদে পুড়ে চেহারার
নেই কোন ছিড়ি!

একটু খানি বিশ্রাম
আইলের ধারে বসে
কৃষানী থালা ভরে
রুটি,ডাল নিয়ে আসে!

রুটি আর ডালে
ভরে যায় পেট
কাম কাজে কভুও তার
হয় না একটু লেট!

কৃষানীর আঁচলে
ঘামটুকু মুছে
লেগে যায় পুরোদমে
নিড়ানি আর সেঁচে!

কৃষানী চলে যায়
চায় ফিরে ফিরে
চাষা মোর ডেকে কয়
বলবি কিছু মোরে?

আচঁল খানি মাথায় দিয়ে
কৃষানী যায় ঘরে
পরানের স্বামী তার
রয় একা পরে!

বেলা ডুবে যায়
কত কাজ বাকী
আরও দ্রুত হাত চলে
কাজে নেই ফাঁকি!

লাঙ্গল,জোয়াল কাঁধে
সাথে দুই গরু
কাজ শেষে কৃষকের
বাড়ী ফেরা শুরু!

ঘরে তার ছেলে,মেয়ে
আছে পথ চেয়ে
শত কষ্ট ভুলে তারা
বাবা কাছে পেয়ে!

ডাল,ভাত খেয়ে
ছেলে,মেয়ে ঘুমায়
কৃষক,কৃষানীর
চোখে ঘুম নাই!

কত কষ্টে ফসল ফলায়
পায়না ন্যায্য দাম
চোখের জলে বুক ভাসে
ঝরে রক্তে ভেজা ঘাম!

মহাজনের টাকা
আরও কত ঋণ
এভাবেই কেঁটে যায়
কৃষকের দিন!

Print Friendly, PDF & Email