ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রজ্ঞাপন জারি
প্রকাশিতঃ ১০:৩৪ পূর্বাহ্ণ | অক্টোবর ১৬, ২০১৮

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত রবিবার এ প্রজ্ঞাপন জারি করেছে।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বলেন, দ্রুততম সময়ে এখানে প্রশাসক নিয়োগ হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের যাত্রা শুরু হবে।
সূত্র জানায়, ১৮৬৯ সালের ৮ এপ্রিল ময়মনসিংহ পৌরসভার যাত্রা শুরু হয়। সেটি এখন থেকে সিটি করপোরেশন। নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২টি মৌজা হলো ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহড়া, কৃষ্টপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা-ভালুকা, ছত্রপুর, আকুয়া (আংশিক), বাড়েরা, কল্পা, চর সেহড়া, হাসিবাসী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর (আংশিক), কিসমত, বেলতলী, দাপুনিয়া (আংশিক), চর ঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চর রঘুরামপুর ও জেলখানার চর (আংশিক)।