|

নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা এগিয়ে আসতে হবে : আসাদুজ্জামান নূর

প্রকাশিতঃ ১১:৩০ পূর্বাহ্ণ | অক্টোবর ২৫, ২০১৮

ময়মনসিংহ  প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জঙ্গী সন্ত্রাস মোকাবেলায় সাংস্কৃতিক কর্মকান্ডের একান্ত প্রয়োজন। তাই নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা এগিয়ে আসতে হবে।

ময়মনসিংহে ৩ দিনব্যাপী জাতীয় ভাটিয়ালী সঙ্গীত উৎসব শুরু হয়েছে। বুধবার ময়মনসিংহ শহরের টাউন হলের মাঠে অনুষ্ঠিত এ উৎসব পালনে শোভাযাত্রা, আলোচনা, সাংস্তৃতিক অনুষ্ঠান ও নৃত্যনাট্য মহুয়া পরিবেশিত হয়। সূচনা সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠি।

সন্ধ্যায় জাতীয় ভাটিয়ালী সঙ্গীত উৎসব এর উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমিতা নাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম খোকা, বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ড. জাহিদুল কবির, চারণ আখড়ার সাধারণ সম্পাদক পিন্টু সাহা, জাতীয় ভাটিয়ালী সঙ্গীত উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সারওয়ার কামাল রবীন, ছড়াকার স্বপন ধর প্রমুখ এতে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email