|

ময়মনসিংহ শহর বিএনপির সম্পাদক আমজাদ গ্রেফতার

প্রকাশিতঃ ১০:৪৩ পূর্বাহ্ণ | অক্টোবর ৩১, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহ শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে নগরের হরি কিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান  জানান, দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আমজাদ আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি মাহমুদুল।

Print Friendly, PDF & Email