|

ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ মাদকবিক্রেতা গ্রেফতার

প্রকাশিতঃ ১২:০৬ অপরাহ্ণ | নভেম্বর ২১, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহে অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন মেম্বার নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সোমবার (১৯ নভেম্বর) শহরের আকুয়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদকবিক্রেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন মেম্বারকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় এলজি, দু’টি কার্তুজ, ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন একাধিক মামলার আসামি বলেও জানান ওসি শাহ কামাল।

Print Friendly, PDF & Email