অসৎ বন্ধু
প্রকাশিতঃ ১২:২৩ পূর্বাহ্ণ | নভেম্বর ৩০, ২০১৮

অসৎ বন্ধু
মঞ্জুরুল হোসেন জুবায়েদ শেখ
বন্ধু বলো যাকে
সর্বনাশের সুযোগ নিয়ে হরণ করছে তোমাকে
তবুও বন্ধু বলছো তুমি ঐ অমানুষটাকে-
তুমি এতোটাই বোকা আজ সতীত্ব হারিয়েও
সঙ্গ দিচ্ছ তাকে-
তবুও বন্ধুই বলছো তাকে..?
তাহলে তুমিও সমাবেশে সামিল হয়েছো
আমিই বলবো-
মজা নিচ্ছ তুমি যেনে বুজে!
বেহায়ার মতো কি করে বলছো
এই কথা অন্যকে..?
ইজ্জতের ভয়ে আজ মরছো ধূকে ধূকে
তবুও তুমি বন্ধু বলছো তাকে-
মজা তুমিও নিচ্ছ তাহলে যেনে শুনে!
অসৎ এর সঙ্গে তুমি
জড়িয়ে ফেলেছো নিজেকে
আসতে চাইলেও পারবে নাহ আসতে
সতীত্ব কোন কোটা নহে ভাইয়ে-
যেই মানুষটা তোমার জন্য বাহিরে আছে
ফিরে এলে কি জবাব দিবে তাকে..?
তাকে তো তুমি ঠকাবে-
ভেবেছো একবার কতোটা অপরাধী তুমি..?
তবুও অমানুষটাকে পার পেতে দিচ্ছ সৎ জ্ঞানে-
তবুও বন্ধু বলছো তুমি তাকে!