ঈদের শুভেচ্ছা
প্রকাশিতঃ ৩:২৬ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০১৯

ভালুকার খবর এর গফরগাঁও প্রতিনিধি মোঃ তারেক সরকার বলেন,ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা।
হিংসা -বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। কোরবানির যে মুল শিক্ষা তা ব্যক্তিজীবনে প্রতিফলিত করেমানব কল্যানে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসাবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য। পত্রিকা দ্ধয়ের সকল কলা কৌসুলি ও শুবানুদ্ধায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহা এর শুভেচ্ছা