|

ময়মনসিংহে প্রথমবারের মতো ‘কার্টুন ফেস্ট’

প্রকাশিতঃ ১:৫৮ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি বিজড়িত বিভাগীয় শহর ময়মনসিংহে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘কার্টুন ফেস্ট’। এই আয়োজনের উদ্যোগ নিয়েছে তরুণদের সংগঠন ‘প্রজন্ম’ ও ময়মনসিংহের প্রথম online Radio station Radio19.

কাটুন ফেস্টে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন Radio19 এর CEO রাসেল রনি ও Radio19 এর অনুষ্ঠান প্রধান আসাদুজ্জামান রুবেল।

মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘আজকের শিশু ই আগামী দিনের ভবিষ্যৎ। এখন আমাদের স্কুল গুলো তে কাটুন এর মাধ্যমে লেখা পড়া শেখানো হয়, তাই বাচ্চাদের কম্পিউটার ভিডিও গেম দেখা বাদ দিয়ে আমাদের কাটুন ও চিত্রাংকন আকার প্রতি মনোযোগী হতে হবে’।

বিশেষ অতিথির বক্তব্যে রনি রাসেল বলেন, ‘শিশুদের মনন বিকাশে কাটুন এক বড় ভুমিকা রাখতে পারে। এক মাএ কাটুন এর মাধ্যমেই দেশে ও বিদেশের নানা রকম সমাজের অসংগতি তুলে ধরা যায়, কাটুন হোক আমাদের পতিবাদের ভাষা। আমরা চাই ময়মনসিংহ থেকে এই শিশুদের মাঝখান থেকেই তৈরি হোক বাংলাদেশ তথা বিশ্বের নাম করা কাটুনিষ্ট।

Radio19 অনুষ্ঠান প্রধান আসাদুজ্জামান রুবেল বলেন, ‘Radio19 পরিবার কাটুন নিয়ে ইতিমধ্যেই কাজ করছে এবং খুব শীঘ্রই Radio তে কাটুন ও পাপেট শো নিয়ে একটি অনুষ্ঠান শুরু করবে।

অনুষ্ঠানে আসা সকল শিশু ও তাদের পরিবারের সকল কে ধন্যবাদ জানান Radio 19 অনুষ্ঠান প্রধান এবং সকল কে Radio19 এর সাথে ই যুক্ত থাকার আহবান জানান।

Print Friendly, PDF & Email