|

জীবন: আনন্দের না বেদনার?

প্রকাশিতঃ ১:০৮ পূর্বাহ্ণ | জুন ২৫, ২০২১

কামাল হোসেন:

আমরা যখন নিজেদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু সাজাতে পারি, গোছাতে পারি, সফলতা লাভ করতে পারি- তখন মনে হয় জীবন আনন্দময় – life is beautiful.

আবার আমরা যখন ব্যর্থ হই, আমাদের পরিকল্পনা গুলো যখন ভেস্তে যায়, তখন মনে হয় জীবন বিষাদময় – life is painful.

তাহলে জীবন কি শুধুমাত্র আনন্দ আর বিষাদের যোগফল? নাকি অন্যকিছু?
জীবন আসলে কি?
সত্যি বলতে এটি একটি মিলিয়ন ডলারের প্রশ্ন!

প্রয়াত লেখক হুমায়ুন আজাদের মতে, জীবন হলো উদ্ভুত সমস্যা ও তার সমাধানের এক ধারাবাহিক প্রক্রিয়া। তিনি বলেছেন,
“সমস্যা জীবনকে তাড়িত করে, জীবন সমস্যাকে অতিক্রম করে।”
মানুষ যতদিন বেঁচে থেকে ততদিন তার সামনে সমস্যার দেয়াল তৈরী হয়। সেই দেয়াল অতিক্রম করার প্রানান্তকর চেষ্টার মধ্য দিয়ে জীবন সচল থাকে।

ইন্ডিয়ান কর্পোরেট ম্যাগনেট রতন টাটার একটি বক্তব্য উপরোক্ত ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাঁর মতে,

” জীবন হলো ইসিজি রিপোর্টার মতো। কখনো চূড়ায় উঠে, কখনো খাঁদে পড়ে যায়। এই উত্থান ও পতন জীবনকে বাঁচিয়ে রাখে। কখনো যদি কারো ইসিজি রিপোর্ট সরলরেখায় এগিয়ে চলে, তখন তাঁর মৃত্যু ঘটে।”

এতে বুঝা যায়, যেই জীবন সমস্যাহীন ও উত্থান- পতন বিহীন সরলরেখায় এগিয়ে চলে, সে জীবন মৃত্যুকেই আলিঙ্গন করে।

আবার উইলিয়াম শেক্সপীয়ারের জীবন ভাবনা এতটা জটিল নয়। তিনি জীবনকে উদ্দেশ্যবিহীন ও তুচ্ছর্থে বিবৃত করেছেন। তিনি বলেছেন,

“Life is a tale, told by an idiot, full of sound & furry, signifying nothing.”
“(জীবন হলো ইডিয়ট কর্তৃক বলা একটা গল্প, এক অদ্ভুত ফাঁকা আওয়াজ, যার আসলে কোন অর্থ নেই।)”

ইসলাম এই ধারণাকে পুরোপুরি খারিজ করে দেয়। ইসলামের জীবন উদ্দেশ্যবিহীন নয়। বরং এটা meaningful ও purposeful. ইসলাম জীবনকে ইহকাল ও পরকালের সাথে যোগসূত্র স্থাপন করে। পবিত্র কোরআনে জীবনকে (রূহ) “আল্লাহর হুকুম” হিসাবে উপস্থাপন করা হয়েছে। (সূরা বনি ইসরাইল, আয়াত ৮৫)

জীবন যেহেতু সমস্যার নামান্তর, আবার মানুষে মানুষে সমস্যার প্রকৃতি ও মাত্রা ভিন্নতর, কুত্তা রাশির লোকেরা ও যেহেতু জীবনের স্বাদ গ্রহণ করে 😜, সেহেতু সবার জন্য জীবন একই রকম অর্থ বহন করে না। সবার জন্য জীবনের সংজ্ঞা ও এক রকম নয়। এই আঙ্গিকে জীবনকে এভাবে সংজ্ঞায়িত করা যায়:

“Life is a dream for the wise, a game for the fool, a comedy for the rich, a tragedy for the poor.” (Sholom aliechem)

(জ্ঞানীদের জন্য জীবন একটা স্বপ্ন,
বোকাদের জন্য জীবন একটা খেলা,
ধনীদের জন্য জীবন একটা কমেডি বা কৌতুক,
আর দরিদ্রদের জন্য জীবন একটা ট্রাজেডি বা কষ্টের উপাখ্যান।)”
(শালোম এলেইকম।)

কথা শেষ করবো।
পরিশেষে এটা বলতে চাই যে, আমাদের যাপিত জীবন আনন্দময় হওয়াটা শুধু নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। আমাদের ভালো থাকা অনেকটাই নির্ভর করে তাঁদের উপর যাঁরা আমাদের চারপাশে বসবাস করে। জেনুইন মিলার যথার্থই বলেছেন,

“জীবন এমন একটা বস্তু যা আমরা একা বহন করতে পারিনা।”

পাদটিকা:
এস টি কোলরিজ বলেছেন,
“জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী।”

যেহেতু জীবনের সবকিছুই অনিশ্চিত, একমাত্র মৃত্যুই নিশ্চিত, সে জীবন আমাদের উদ্ধত নয়, বিনীত করুক, সংহারী নয়, সহমর্মী করুক, স্রষ্টার অভিমুখে নতজানু করুক। সমস্যাতাড়িত জীবন আমাদের জন্য সমাধান মূলক হোক।

জীবনের অনাগত দিন আর রোজকার গল্প কবিতাগুলো ভালবাসাময় হোক। শুভকামনা।

লেখকঃ ব্যাবস্থাপক, ইসলামী ব্যাংক, ভালুকা শাখা।

Print Friendly, PDF & Email